কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র হলেন মেজবাউল হক

আরো পড়ুন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হককে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

তিনি বর্তমান মুখপাত্র ও নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ থেকেই মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাউল হক।

নতুন মুখপাত্র মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। চাকরিক্ষেত্রে তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ভিজিলেন্স, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্যাট্রেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট ও সবশেষ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন সিরাজুল ইসলাম। গত ৪ অক্টোবর সিরাজুল ইসলাম অবসরে গেলে ৬ অক্টোবর নতুন মুখপাত্র হন জি এম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদকে পরিবর্তন করে মেজবাউল হককে দায়িত্ব দেয়া হলো। তিনি মাত্র এক মাস দুই দিন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ