প্রস্তুত নারী কারাগার, নানা গুঞ্জন

আরো পড়ুন

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরকার নারী কারাগারটি দুই বছর ধরে অযত্নে পড়েছিল। হঠাৎ এক দিনের নোটিশে নারী বন্দিদের রাখার জন্য তা প্রস্তুত করা হয়েছে। আর এতে ছড়িয়েছে নানা গুঞ্জন।

রাজনৈতিক অঙ্গনের খবর, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ কেন্দ্র করে পুলিশের চলমান বিশেষ অভিযানে নারী সমর্থকদের ধরপাকড় করা হতে পারে। কেউ আগ বাড়িয়ে বলার চেষ্টা করছেন, দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই সমাবেশে আনার চেষ্টা করা হলে নির্বাহী আদেশে তিনি যে মুক্ত রয়েছেন, তাও বাতিল হতে পারে।

কেরানীগঞ্জে নারী কারাগার প্রস্তুত হচ্ছে, এমন খবর গণমাধ্যমে আসার পর গতকাল শুক্রবার দিনভর বিষয়টি নিয়ে আলোচনা চলে। অবশ্য সরকারি তরফে বা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই। কারা কর্তৃপক্ষ বলছে, এটি তাদের নিয়মিত কাজের অংশ।

গত বৃহস্পতিবার বিকেলে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক হঠাৎ কেরানীগঞ্জে নারী কারাগার পরিদর্শনে যান। তিনি দ্রুত এই কারাগার ভবন পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করারও নির্দেশনা দেন। এর পরই আলোচনার ডালপালা ছড়াতে থাকে।

গতকাল শুক্রবার কারা সূত্র জানিয়েছে, আইজি প্রিজন্সের নির্দেশনা পাওয়ার পর নারী কারাগারে বন্দি রাখার উপযোগী করে তোলা হয়েছে এক দিনের মধ্যেই। পুরো কাজ শেষ হতে হয়তো আরো কিছু সময় লাগতে পারে। এতদিন না রাখলেও এখন এখানে নারী বন্দিদের রাখা যাবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, উদ্বোধনের দুই বছর পার হলেও জনবলের অভাবে নারী কারাগারটি চালু করা যায়নি। এখন জনবল পাওয়া যাচ্ছে, তাই সেটি বন্দি রাখার উপযোগী করা হয়েছে। এটি নিয়মিত কাজের অংশ।

কারা সূত্র জানায়, আদালতে দণ্ড হওয়ার পর খালেদা জিয়াকে বন্ধ হয়ে যাওয়ার পরও পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে রাখা হয়েছিল। কিন্তু সেখানে এখন কোনো ভিআইপি তো দূরের কথা, সাধারণ বন্দিদের রাখারও সুযোগ নেই। গাজীপুরের কাশিমপুরে নারীদের জন্য আলাদা কারাগার থাকলেও সেটি ঢাকার আদালত থেকে বেশ দূরে। আদালতে হাজিরা দিতে নারী বন্দিদের নিয়ে আসতে বেশ ঝক্কি পোহাতে হয়। এমন পরিস্থিতিতে কেরানীগঞ্জে তৈরি করা নারী কারাগারটিও ব্যবহার উপযোগী করা হয়েছে।

কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা বলেন, কেরানীগঞ্জে এই নারী কারাগারে ৩০০ বন্দিকে রাখার ব্যবস্থা আছে। এর ভেতরে ছয় তলা, চার তলা, দোতলা ও এক তলা আটটি ভবন রয়েছে। এ ছাড়া একটি ডে-কেয়ার সেন্টার, একটি হাসপাতালও রয়েছে। ডিভিশন পাওয়া বন্দিদের জন্য দোতলা ভবনে সেল রয়েছে। এসবের মধ্যে ছয় তলা ভবনটি এরই মধ্যে পুরোপুরি বন্দি রাখার উপযোগী করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ