বাংলাদেশ রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের ২০২৩-২০২৫ ত্রি-বার্ষিক নির্বাচনে আগামী ১ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে জাতীয় পরিচয়পত্রসহ স্বচ্ছ ভোটগ্রহণের ব্যবস্থা নেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার ইয়াকুব কবিরের কাছে লিখিত আবেদন করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসাদুজামান মিঠু।
লিখিত আবেদন পত্রে তিনি জানিয়েছেন, ইতোমধ্যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো আচরণবিধি প্রদান করা হয়নি। নির্বাচনের আচারণ বিধিমালা প্রনয়ণসহ স্বচ্ছ ভোটগ্রহণের জন্য প্রত্যেক ভোটারকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার বিষয়টি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন/বিজ্ঞপ্তি আকারে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও, অংশ গ্রহণকারী দুই প্রার্থীকে নিয়ে নির্বাচনের সামগ্রীক বিষয়ে মতবিনিময় সভা করার অনুরোধ জানান।

