সাতক্ষীরায় দুধে অপদ্রব্য মেশানোয় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

আরো পড়ুন

সাতক্ষীরায় দুধে অপদ্রব্য মেশানোয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযান এক দুধ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের সনকা গ্রামের দুধ ব্যবসায়ী অজিদ ঘোষের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে এই জরিমানা করা হয়। দুধ ব্যবসায়ী অজিদ ঘোষ (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের সনকা গ্রামের মৃত ভদ্র ঘোষের ছেলে।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান জানান, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের সনকা গ্রামের অজিদ ঘোষের বাসায় দুধে অপদ্রব্য মেশানো হয় এমন তথ্য পেয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তার বাড়িতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অজিদ ঘোষের বাসা থেকে দুধে পরিমাণ বাড়ানো জন্য ব্যবহৃত ডেনিস কনডেন্স মিল্ক এর প্রায় ৫০ টা কৌটা, পচন রোধে ব্যবহৃত ৪০ কেজি ক্ষতিকর হাইড্রোজেন পার-অক্সাইড ও ক্রিম উঠানো বিলেন্ডার মেশিন জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন এসকল অপদ্রব্য মিশিয়ে দুধ তৈরি করে স্থানীয় মিষ্টির দোকান এবং চিলিং পয়েন্টে বিক্রি করে আসছিলেন।

তিনি আরো বলেন, অভিযান কালে অজিদ ঘোষ তার সকল অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান ও ভোক্তা অধিকার সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা ক্যাবের সদস্য সাকিবুর রহমান এবং জেলা পুলিশের একটি টিম।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ