ডিসেম্বরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ম্যানদৌস’

আরো পড়ুন

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ম্যানদৌস। এই নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চট্টগ্রাম থেকে ভারতের অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী কোনো স্থানে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছেন গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। রবিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লিখেন, প্রধান তিনটি আবহাওয়া পূর্বাভাস মডেল (ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা ও কানাডা) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা যায়, ডিসেম্বরের ৫ থেকে ১২ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘ম্যানদৌস’। এই নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ডিসেম্বরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যবর্তী যে কোনো স্থানে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।

এখানে উল্লেখ্য, ডিসেম্বরের ৮ তারিখে পূর্ণিমা থাকবে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ৬ ডিসেম্বর সৃষ্টি হলে তা ৮ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। আর এই দিনগুলোর মধ্যে এটি আঘাত হানলে চন্দ্র, সূর্য ও পৃথিবীর প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি জলোচ্ছ্বাস হতে পারে। ফলে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ