ইমরান খানের লংমার্চ বাতিল

আরো পড়ুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে তার রাজনৈতিক দলের লংমার্চ কর্মসূচি বাতিল করেছেন। তিন সপ্তাহ আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি গত শনিবার প্রথম কোনো জনসভায় অংশ নিয়ে এ ঘোষণা দেন। খবর আল-জাজিরার।

আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) লাহোর থেকে লংমার্চ শুরু করেছিল। ইমরান খান বলেছেন, বিশৃঙ্খলা এড়ানোর লক্ষ্যে পিটিআই লংমার্চ বাতিল করছে। তবে দলটির আইন প্রণেতারা পাকিস্তানের প্রাদেশিক পরিষদগুলো থেকে পদত্যাগ করে সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন।

চলতি মাসের শুরুর দিকে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চের এক জনসভা চলাকালে ইমরান খান আততায়ী হামলার শিকার হন। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ইমরানের ডান পায়ে গুলি লেগেছিল এবং সেখানে অস্ত্রোপচার করতে হয়েছে। শনিবারের সভায় ইমরান বলেন, আমি ইসলামাবাদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি জানি, সেখানে গোলমাল হবে। এতে দেশেরই লোকসান হবে।

বিবিসি জানায়, রাওয়ালপিন্ডিতে পিটিআইয়ের ওই সমাবেশে হাজারো মানুষ জাতীয় পতাকা ও দলীয় প্রতীক নিয়ে ভিড় করেন। সাবেক ক্রিকেট তারকা ইমরান খান তার দলীয় কর্মী-সমর্থকদের মৃত্যুর পরোয়া না করে বাঁচার আহবান জানিয়েছেন। তিনি ওয়াজিরাবাদে হামলার নেপথ্যে বর্তমান সরকার কলকাঠি নেড়েছে বলে অভিযোগ আনেন। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সরকার এ হামলায় জঙ্গিদের যোগসাজশ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।

ইমরান খানের ওপর হামলার ওই ঘটনায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে এক ব্যক্তিকে বন্দুক হাতে দেখা যায়। ওই ঘটনায় তাকেই একমাত্র সন্দেহভাজন হিসেবে বর্ণনা করা হয়েছে। তার থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেয়া হয়েছে।

রাওয়ালপিন্ডির সমাবেশে ইমরান খান নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর হাজির হন। তখন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় এক নারী বিবিসিকে বলেন, ইমরান খান এই সমাবেশে নিজের জন্য নয় বরং জনগণের জন্য এসেছেন।

ভিড়ের মধ্যে থেকে ইমরান খান প্রসঙ্গে আরেক ব্যক্তি বলে উঠেন, পাকিস্তানের রাজনীতিতে একজন ব্যক্তিই আছেন, যিনি সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তিনি দেশকে এগিয়ে নিতে এসেছেন, তিনি একটি লক্ষ্য স্থির করে দিয়েছেন।

শনিবারের সমাবেশে কঠোর নিরাপত্তা বলয় ছিল। তারপরও সব মিলিয়ে সমাবেশের পরিবেশ আনন্দঘন ছিল। একদিকে সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনে জনতা স্লোগান দিচ্ছিল, অন্যদিকে এবং লাউড স্পিকারে জনপ্রিয় পাকিস্তানি গান বাজছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ