শবনম ফারিয়া অসুস্থ, অপারেশন দিল্লিতে

আরো পড়ুন

শারীরিকভাবে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে অভিনেত্রী শবনম ফারিয়ার সময়টা। গেল অক্টোবর থেকে হাসপাতালে ছুটছেন তিনি। ভারতের দিল্লিতে এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রবিবার পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, অনেকদিন ধরেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল শবনম ফারিয়ার। চিকিৎসক দেখানোর পর জানতে পারেন তার নাকে জটিলতা রয়েছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, এক বছর ধরে লক্ষ করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে।

তিনি আরো বলেন, আমার নাকের একটা হাড় বাঁকা, যা ক্রমে বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যা সমাধান হবে বলে চিকিৎসক বলেছেন।

নাকের এ অপারেশনে তেমন ভয় না থাকলেও কিছুটা নার্ভাস শবনম ফারিয়া। তিনি বলেন, আমি জানি এটা দিল্লির ওয়ান অব দ্য বেস্ট হাসপাতাল। তবে সত্যিই হাসপাতাল নিয়ে নার্ভাস। সবার কাছে দোয়া চাই। যেন ভয়টাকে জয় করে ফিরতে পারি। যেন অপারেশনটা সুন্দরভাবে শেষ হয়।

ফারিয়া জানান, নাকের অপারেশন শেষে তিন দিন থাকতে হবে হাসপাতালে। এরপর ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতেই বড় বোনের বাসায় উঠবেন। সবকিছু ঠিক থাকলে ৭ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি। কিছুদিন বিশ্রাম নিয়ে দ্রæত কাজে ফিরতে চান তিনি।

বিজ্ঞাপনের মডেল হিসেবে শোবিজে পা রাখেন শবনম ফারিয়া। এরপর নাম লেখান টিভি নাটকে। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় খণ্ড ও ধারাবাহিক নাটক। জাহিদ হাসান, মোশাররফ করিম, অপূর্ব, আফরান নিশো থেকে শুরু করে তৌসিফ মাহবুব, জোভানদের সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন। কাজ করেছেন চলচ্চিত্রেও। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ