যশোর আইনজীবী সমিতি: ইসহক সভাপতি ও আবু মোর্তজা সম্পাদক নির্বাচিত

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী মোহাম্মদ ইসহক সভাপতি নির্বাচিত হয়েছে। আর বিদ্রোহী প্রার্থী আবু মোর্তজা ছোট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বরত কমিশনার ইসমত হাসার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মোহাম্মদ

ইসহক ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ইদ্রিস আলী পেয়েছেন ১৬৩ ভোট ও আরেক প্রার্থী বর্তমান সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজা পেয়েছেন ১৫৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু মোর্তজা ছোট।

স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি পেয়েছেন ৩২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নুরম্নজ্জামান খান পেয়েছেন ৮৯ ভোট ও আওয়ামী আইনজীবী পরিষদের মোস্তাফিজুর রহমান মুকুল পেয়েছেন ৭১ ভোট।

এছাড়া সহসভাপতি পদে ঐক্য ফোরামের গাজী মাহফুজুর রহমান ২১৬ ভোট ও আওয়ামী আইনজীবী পরিষদের খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অন্য প্রার্থী নাসিম আহম্মেদ বাবু ১৮৭, আবুল কায়েস ১৩৯ ও সিরাজুল ইসলাম লেন্টু পেয়েছেন ১৪৭ ভোট। যুগ্ম সম্পাদক পদে ঐক্য ফোরামের জুলফিকার আলী জুলু ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের ইমদাদুল হক ইমদাদ পেয়েছেন ১৪৭ ভোট ও ইদ্রিস আলী (২) পেয়েছেন ৫০ ভোট। সহকারী সম্পাদক পদে ঐক্য ফোরামের তাহমিদ আকাশ ২৬০ ও আব্দুল করিম মন্ডল ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গোলাম নবী ১৫০, মিতা রহমান ১৪০ ও
নব কুমার কুন্ডু পেয়েছেন ১৩৫ ভোট। গ্রন্থাগার সম্পাদক পদে ঐক্য ফোরামের মু¯ত্মাকিম মো¯ত্মফা খান ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের জাহিদুল ইসলাম সুইট পেয়েছেন ১৮৮ভোট।

এছাড়া সদস্য পদে ঐক্য ফোরাম কোনো প্রার্থী দেয়নি। এখানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বুলবুল হোসেন ৩২৪, নুর ইসলাম নুরম্নল ৩১৬,আফরোজা সুলতানা রনি ২৯৫, যুথিকা ঘোষ ২৮০ ও নাসিমা আক্তার রম্নবি ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন কমিশনার ইসমত হাসার, সদস্য এম সামছুর রহমান, শহিদুর রহমান, আজিজুল ইসলাম ও শাহারিয়ার আলম। এই নির্বাচনে মোট ৫০৬ জনের মধ্যে ৪৯৭জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ