‘জয় বাংলা; জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শামস্-উল-হুদা স্টেডিয়ামসহ গোটা যশোর। সভাস্থলে পোস্টার, ব্যানার, বিলবোর্ড এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় উৎসবমুখর হয়ে নগরী।
৫বছর পর আজ (২৪নভেম্বর) দুপুরে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে জনসমাবেশে ভাষণ দিবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগানে স্লোগানে নগরীর দখল নিতে শুরু করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
বৃহস্পতিবার সকাল থেকে চারদিকে এখন শুধুই মিছিল আর মিছিল। আওয়ামী লীগ নেতাকর্মীরা শোডাউন দিচ্ছেন পুরো শহরজুড়ে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহদিুল ইসলাম মিলন বলেন, প্রথমে মনে করেছিলাম ৫লাখ লোক জামায়েত হবে। তবে এখন মনে হচ্ছে ৮ থেকে ১০ লাখ লোক সমাগম ঘটেছে।

