দলে দলে মিছিল নিয়ে যশোর স্টেডিয়ামে নেতাকর্মীরা

আরো পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ নিয়ে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থল যশোর স্টেডিয়ামের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকেই যশোর শহরের বিভিন্ন সড়কে এ দৃশ্য দেখা যায়।

যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নিজ এলাকা শহরের কাজীপাড়া থেকে একটি বিশাল মিছিল ৮টা ৪৫ মিনিটে স্টেডিয়াম অভিমুখে যায়। ভুভুজেলা বাজিয়ে নেচে নেচে-গেয়ে মিছিলটি জনসভার স্থান যশোর স্টেডিয়াম অভিমুখে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মিছিলে কাজী নাবিল আহমেদের ছবি সংবলিত সাদা গেঞ্জি এবং লাল-সবুজ টুপি পরিহিত অসংখ্য মানুষ অংশ নেন।

এদিকে, এমপি কাজী নাবিলের পক্ষ থেকে জেলা মহিলা আওয়ামী লীগের বিশাল মিছিল যশোর স্টেডিয়ামের দিকে যাচ্ছে।

এ ছাড়া যশোর শহরের রতন করবার বিবি রোড এবং অন্যান্য এলাকা থেকে মিছিল নিয়ে জনতা সমাবেশস্থলের দিকে রওনা দিয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ