প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ নিয়ে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থল যশোর স্টেডিয়ামের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকেই যশোর শহরের বিভিন্ন সড়কে এ দৃশ্য দেখা যায়।
যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নিজ এলাকা শহরের কাজীপাড়া থেকে একটি বিশাল মিছিল ৮টা ৪৫ মিনিটে স্টেডিয়াম অভিমুখে যায়। ভুভুজেলা বাজিয়ে নেচে নেচে-গেয়ে মিছিলটি জনসভার স্থান যশোর স্টেডিয়াম অভিমুখে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মিছিলে কাজী নাবিল আহমেদের ছবি সংবলিত সাদা গেঞ্জি এবং লাল-সবুজ টুপি পরিহিত অসংখ্য মানুষ অংশ নেন।
এদিকে, এমপি কাজী নাবিলের পক্ষ থেকে জেলা মহিলা আওয়ামী লীগের বিশাল মিছিল যশোর স্টেডিয়ামের দিকে যাচ্ছে।
এ ছাড়া যশোর শহরের রতন করবার বিবি রোড এবং অন্যান্য এলাকা থেকে মিছিল নিয়ে জনতা সমাবেশস্থলের দিকে রওনা দিয়েছে।

