ইন্দোনেশিয়ায় হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, তাদের মধ্যে অনেক স্কুল শিক্ষার্থী আছে। এখনো নিখোঁজ অনেকে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) সিয়ানজুর প্রদেশে সরেজমিনে যান তিনি। ভুমিকম্পে ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করে টুইটারে তিনি লেখেন, আমি গভীর শোক প্রকাশ করছি। এই ধাক্কা সামাল দিতে সরকারের সমস্ত শাখাকে একসাথে কাজ করার নির্দেশ দিয়েছি। যাতে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া, আটকে পড়াদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের কাজ যথাসম্ভব দ্রুত করা যায়।
প্রসঙ্গত, সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ২০মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির জাভা অঞ্চল। এতে আহত হন ৭০০ এর বেশি মানুষ।
জাগো/আরএইচএম

