ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে এক ছাত্র মারা গেছেন। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তার নাম লিমন কুমার রায় (২০)।
বুধবার (২৩ নভেম্বর) সাড়ে ১০টার দিকে লিমন জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে নিচে পড়ে যান। এ সময় তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমরা এই মর্মে একটি খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নেয়া হয়েছে।

