পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি গ্রেফতার

আরো পড়ুন

চট্টগ্রামের কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া মাদক মামলার আসামিকে তার ভাইসহ গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারী এলাকা থেকে আসামি হানিফ ও তার ভাই ইয়াসিনকে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী জানান, ঢাকায় পালানোর সময় হানিফ ও ইয়াসিনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১৯ নভেম্বর হানিফ ও দেলোয়ার নামের দুই মাদক কারবারিকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। চান্দগাঁও পুলিশ ফাঁড়িতে তাদের নেয়ার পথে পুলিশের ওপর হামলা চালায় হিজড়াদের একটি দল।

সেখানে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন নাজমা আক্তার নামের এক নারী। নাজমা হানিফের বোন। এ ঘটনার পর পুলিশ দুটি মামলা করে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় হিজড়া বাহিনী গড়ে দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে হানিফ। এর আগেও হানিফকে পুলিশ আটকের পর হিজড়ারা ছিনিয়ে নেয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ