দূর্বৃত্তদের হামলার ১২দিন পর যশোরের আলোচিত সন্ত্রাসী আসাদুজ্জামান আসাদের মৃত্যু

আরো পড়ুন

দূর্বৃত্তদের হামলার ১২দিন পর যশোরের আলোচিত সন্ত্রাসী আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত ৮ নভেম্বর যশোর শহরের সাদেক দারোগার মোড়ে তিনি দূর্বৃত্তদের হামলার শিকার হন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আসাদের ছোট ভাই সাইদুর রহমান।

জানা গেছে, গত ৮ নভেম্বর সন্ধ্যারাতে বেজপাড়া সাদেক দারোগার মোড়ে বুনো আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। তাকে প্রথমে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সোমবার দুপুরে তিনি মারা যান। তার নামে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

সাইদুর রহমান বলেন, ‘এই ঘটনায় আমি বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছিলাম। আসামিরা হলো বেজপাড়া কবরস্থান সড়কের একাধিক মামলার আসামি খাবড়ি হাসান, আকাশ, চঞ্চল ও বিপ্লব।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আসাদ মারা যাবার ঘটনাটি জেনেছি। ইতিমধ্যে পুলিশ এই মামলার এজাহারভুক্ত আসামি খাবড়ি হাসানকে আটক করেছে। অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ