যশোরে ৪৩ বোতল ফেনসিডিল, ৮ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ রাজীব (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার মন্ডলগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজীব মন্ডলগাতী গ্রামের আব্দুর রবের ছেলে।
রবিবার (২০ নভেম্বর) সকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক নির্মুলে প্রতিনিয়ত অভিযানের ধারাবাহিকতায় শনিবার বিকালে ডিবির পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে একটি টিম যশোর কোতয়ালী থানাধীন মন্ডলগাতী গ্রামে অভিযান পরিচালনা করে ৪৩ বোতল ফেনসিডিল, ১৮ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও ১টি মোটরসাইকেলসহ রাজীবকে গ্রেফতার করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মন্ডলগাতি সাকিনের মাদক ব্যবসায়ী চঞ্চল মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা বিক্রি করছে। সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম টিম নিয়ে ঘটনাস্থলে গেলে চঞ্চল ও আরেকজন ক্রেতা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১ জন ক্রেতাকে গাঁজা ও মটরসাইকেলসহ আটক করে ডিবির টিম। পরে তার দেয়া তথ্য মতে চঞ্চলের বসত ঘরে তল্লাশী করে ৪৩ বোতল ফেনসিডিল, ১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন।

