সাতক্ষীরা বাইপাস সড়কে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

আরো পড়ুন

সাতক্ষীরা শহর বাইপাস সড়কে দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোর রাত ২টার দিকে এক অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাদরেকে গ্রেফতার করে।

আটককৃতরা হলো,পিরোজপুর জেলার বড়বিড়াল ঝুড়ি এলাকার আবুল বাশার হাওলাদারের ছেলে মোঃ রুবেল (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়ার নয়াকান্দি এলাকার মৃত হোসেন হাওলাদারের ছেলে মোঃ নাসির হাওলাদার (৪৮), খুলনার রূপসা রাজাপুর দেয়াড়ার আইজুল হাওলাদারের ছেলে মোঃ পারভেজ রানা ওরফে খোকন (৩৫), পিরোজপুর জেলার মাঠবাড়িয়া হোতখালির এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস মিয়া (৫২) এবং খুলনার রূপসা এলাকার মোঃ হামেদ হাওলাদারের ছেলে মোঃ শহিদুল হাওলাদার।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ পরিদর্শক সাইদুজ্জামান ও তন্ময় কুমার দেবনাথের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা ভোর রাত ২টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কে অভিযান চালায়। এসময় লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের আসাদ মেম্বরের ঘেরের উত্তর পাশে বাইপাস ব্রিজের উপর ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা।

ওসি আরো জানান, অভিযানকালে তাদের কাছ থেকে একটি ১৪ ইি লোহার বাটযুক্ত লোহার দা, একটি ১৫ ইি লম্বা কাঠের বাট যুক্ত ছুরি, একটি ১৮ ইি লম্বা কাঠেরবাটসহ লোহার ছুরি, একটি ২৫ ইি লম্বা লোহার রড, একটি ২৬ ইি লম্বা লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিররুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দিয়া আদালতের মাধ্যমে কারাগরে প্রেরণ করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ