করোনাভাইরাসে একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

আরো পড়ুন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার কিছুটা বেড়ে ১ দশমিক ০৫ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ০ দশমিক ৯১ শতাংশ।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২৬ জন ঢাকার বাসিন্দা। দেশের ৫৯ জেলায় এ সময় নতুন রোগী শনাক্ত হয়নি। খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে নতুন কোনো রোগী মেলেনি।

নতুনদের নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জনে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৩০ জন।

গত একদিনে ৮৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ