পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেলো ৬ পুলিশের

আরো পড়ুন

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় এই হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা পুলিশের ভ্যানে গুলি চালালে ছয় পুলিশের মৃত্যু হয়। এসময় পুলিশের দলটি সেখানে একটি মেলার কাছে নিরাপত্তার দায়িত্বে ছিল। সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

রেডিও পাকিস্তান জানিয়েছে, নিহতদের মধ্যে আছেন একজন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং একজন ড্রাইভার। একে সন্ত্রাসী হামলা বলে প্রচার করছে পাক গণমাধ্যমগুলো। খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের পুলিশের কাছে এ নিয়ে যোগাযোগ করে করাচিভিত্তিক গণমাধ্যম ডন। এক বিবৃতিতে কেপি পুলিশ জানিয়েছে, ওই প্রদেশের পুলিশের আইজি মোহাজ্জেম জাহ আনসারি এই ‘টার্গেট কিলিং’-কে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের এমন কাপুরুষোচিত কর্মকাণ্ড পুলিশের মনোবল ভাঙতে পারবে না।

ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেফতারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। যতদিন না এই সন্ত্রাসীদের গ্রেফতার করা যাচ্ছে ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়ার সিএম মাহমুদ খান এই হামলাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমাদের শহীদদের রক্ত বৃথা যাবে না। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, এই সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু। তাদের ধ্বংসে ও পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ