যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে জোর প্রস্তুতি

আরো পড়ুন

আগামী ২৪ নভেম্বর যশোরে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। জনসভা স্থল যশোর স্টেডিয়ামকে সংস্কার করে জনসভার জন্য প্রস্তুত করা হচ্ছে।

যশোর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, যশোর জেলা স্টেডিয়ামে জনসভায় পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর টার্গেটে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। জনসভা উপলক্ষে স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে পুরোদমে। গ্যালারি রং করা, মাঠের সংস্কার কাজ চলছে জোরেসোরে। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সার্বক্ষণিক তা তদারকি করছেন ।

313443110 859058718561854 7944706164075901901 n 1

যশোর স্টেডিয়ামে সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তা থেকে স্টেডিয়ামে ঢুকতেই প্রধান গেটে কার্পেটিংয়ের কাজ চলছে। এছাড়াও মাঠের ঘাস কেটে ছোট করা হচ্ছে। পাশাপাশি গ্যালারিতে রংয়ের কাজ চলছে। ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের দিকে উঁচু নিচু জায়গা মাটিভরাট করে সমান করা হচ্ছে। সমাবেশস্থল সকাল সন্ধ্যা পরিদর্শন করছেন জেলা আওয়ামী লীগ।

311009542 877532899928384 7492225262541803963 n

শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজে জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর জেলা আওয়ামী লীগের সভপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ