গাজীপুরের ঝুট গুদামে আগুন, সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আরো পড়ুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, শনিবার দিনগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, আগুনের মাত্রা বাড়তে থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সর্বশেষ সাড়ে পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ