গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আরো পড়ুন

বিএনপির ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশ কেন্দ্র করে যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ থেকে দ্বিতীয় দিনের মতো ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ফরিদপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

জেলা বাস-মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি বুলবুল ইসলাম জানান, ফরিদপুরে বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী সেবাগ্রীণ লাইন, কমফোর্ট, দিগন্ত, গোল্ডেন লাইন, ষ্টার লাইনের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ফরিদপুরগামী সাধারণ যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে ভোগান্তিতে পড়েছে। অনেকে বাড়ি ফিরে গেছে। এ ছাড়া সাভারগামীরা পদ্মা সেতু হয়ে ঢাকায় গিয়ে সাভারে যেতে হচ্ছে।

তিনি আরো বলেন, ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ থাকলেও গোপালগঞ্জ থেকে মাওয়া হয়ে ঢাকা রুটে বাস চলাচল করছে। এ ছাড়া জেলার অন্যান্য সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে সাভারগামী একাধিক যাত্রী বলেন, ‘আমরা সভারের নবীনগর যাব। কিন্তু গোপালগঞ্জ থেকে ফরিদপুর হয়ে নবীনগরের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যেতে পারছি না। এখন গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা গিয়ে নবীনগর যেতে হবে। হতে সময় ও খরচ দুটোই বেশি লাগবে।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ