স্কুলমাঠে মদপানের সময় ইউপি সদস্যসহ চারজন গ্রেফতার

আরো পড়ুন

রাজশাহীর বাঘা উপজেলায় স্কুলমাঠে মদপানের সময় ইউনিয়ন পরিষদের সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও বেড়েরবাড়ি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে আবুল কালাম, একই গ্রামের খোরশেদ আলীর ছেলে নওশাদ আলী, জামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, খায়ের উদ্দিনের ছেলে নাজমুল হোসেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা বেড়েরবাড়ি সরকারি প্রাইমারি বিদ্যালয়ের মাঠে মদপান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটকের পর থানায় নেয়া হয়।

মাদক আইনে তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ