জুমার নামাজের পর আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের মহাসমাবেশে ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন তারা।
সংগঠনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ (শুক্রবার) সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ আয়োজন করেছে যুবলীগ। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হবে।
এসময় আশপাশের এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্যানের আশপাশে চেকপোস্ট বসিয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিটি প্রবেশপথে প্রত্যেককে তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে সমাবেশস্থলে।
দুপুর দুইটার দিকে মৎস্য ভবন এলাকায় দেখা যায়, ছেট-বড় মিছিল আসছে। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলছিল সংগীত পরিবেশন।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহাসমাবেশে ১০ লাখেরও বেশি লোক সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা। অনুষ্ঠান সফল করতে গত এক সপ্তাহ ধরে সোহরাওয়ার্দী উদ্যানে লেকের পূর্বপ্রান্তে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলেছে।
জাগো/আরএইচএম

