যশোরে প্রধানমন্ত্রী সমাবেশ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয় ছাড়া অন্য ছবি ব্যবহার নয়

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ নভেম্বর যশোর জেলা স্টেডিয়ামে সমাবেশ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় যেসব তোরণ, ব্যানার ও ফেস্টুন তৈরি করবে তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না বলে এক বর্ধিত সভায় জানানো হয়েছে।
২৪ নভেম্বর যশোর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সোমবার (৮নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা সার্কিট হাউজে বর্ধিত সভা হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বিএম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। অনুষ্ঠান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি সঞ্চলনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ও গোলাম মোস্তফা, অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, হায়দার গণি খান পলাশ, সাইফুজ্জামান পিকুল, মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন ও মীর জহুরুল হক, গবেষণাবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, প্রযুক্তবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউর হাসান হ্যাপী, জেলা নেতা রেজাউল ইসলাম, যুব লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু, যশোর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসাদুজামান মিঠু, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কামার নাথ, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যশোর ছাত্র লীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য জেলা, শহর, প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ সংগঠন বর্ধিত সভা করে বিভিন্ন উপ-কমিটি গঠন করে প্রচার প্রচারণা করবে। জনসভা উপলক্ষে যেসব তোরণ, ফেস্টুন, ব্যানার করা হবে তাতে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। তবে তারা সৌজন্য নাম ব্যবহার করতে পারবে। এই সিদ্ধান্ত প্রতিটি উপজেলা ও ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে প্রচার করতে হবে।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না এটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ সংগঠন সভা করে বিভিন্ন উপ-কমিটি গঠন করে প্রচার প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ