মিসরে চলমান জলবায়ু সম্মেলনে (কপ-২৭) অংশ নেওয়া বিশ্বনেতাদের গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু সতর্কতার কথা বলেন।
লোহিতসাগর উপকূলীয় মিসরের শার্ম এল-শেখ শহরে গত রবিবার এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে প্রায় ১০০ সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন।
সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন আরো কমানো, ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ইতিমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের মতো দাবি তুলে ধরা হচ্ছে।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমরা জলবায়ু-নরকের মহাসড়কে রয়েছি। আমরা এখনো এক্সিলারেটরে পা চেপে রেখেছি।’
দশকের পর দশক ধরে জলবায়ু সংলাপ হচ্ছে। তা সত্ত্বেও মাত্রাতিরিক্ত উষ্ণতা থেকে এই গ্রহকে বাঁচাতে যে অগ্রগতি হয়েছে, তা অপর্যাপ্ত বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। কারণ হিসেবে তিনি বলছেন, দেশগুলো খুব ধীরে এগোচ্ছে বা তারা এ বিষয়ে পদক্ষেপ নিতে অনিচ্ছুক।
জাগো/আরএইচএম

