স্কুল ব্যাগে চার কেজি গাঁজা বহনের সময় নিজাম খাঁ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
মঙ্গলবার (৮ নভেম্বর) ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে মগবাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল্লাহ আল মামুন বলেন, মগবাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে নিজামকে গ্রেফতার করে ডিবি। এসময় নিজামের কাঁধে ঝুলানো একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে দুইটি প্যাকেটে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
জাগো/আরএইচএম

