বাগেরহাটে মিনিট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের

আরো পড়ুন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের বালই দোকান এলাকায় একটি মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের মো. মতলেব খাঁ (৮০), আহম্মদ খাঁর ছেলে তাওহিদ আহম্মেদ রুহিন খাঁ (২৪) ও সাখাওয়াত হোসেন শাকুর ছেলে সৈকত শেখ (২৫)। নিহত মতলেব খাঁ রুহিন খাঁর দাদা।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এএম আশরাফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিট্রাকের সঙ্গে খুলনাগামী একটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন তাদেরও মৃত্যু হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ