তৃণমূল পর্যায়ের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য দারিদ্র্যের হাত থেকে তৃণমূল পর্যায়ের মানুষকে মুক্তি দেয়া। সে লক্ষ্য কাজ করছে সরকার।
সোমবার (৭ নভেম্বর) সকালে দেশের ২৫ জেলায় ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০০টি সড়ক সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

