দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আরো পড়ুন

দিনাজপুর শহরের কাচারী রোড রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাবিত্রী রাণী নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৬ নভেম্বর) দিনাজপুর শহরের কাচারী রোড রেলক্রসিংয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় মৃত সাবিত্রী দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার রাজু হেলারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত সাবিত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের কারণে মানসিকভাবে একঘেয়ামি হয়ে পড়েছিলেন। ঘটনার দিন তার পেটের সমস্যা থাকায় কাজে না গিয়ে বোন সাইদাকে কাজের দায়িত্ব দেন। পরে পরিবারের স্বজনরা খবর পান সাবিত্রী রানী ট্রেনের ধাক্কায় মারা গেছেন। ট্রেনের লাইন ধরে হাঁটার সময় এক পর্যায়ে ট্রেন আসলে লোকজন বিভিন্নভাবে ডাকাডাকি করলেও শুনতে পাননি সাবিত্রী।

দিনাজপুর রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকার মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে তার লাশ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ