ডেঙ্গুজ্বরে একদিনে সর্বোচ্চ মৃত্যু

আরো পড়ুন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে। যা এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬১ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৮২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬৭৬ জনে।

চলতি বছরে ৪০ হাজার ৯৮৩ ডেঙ্গু রোগী সারাদেশে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৭ হাজার ৬৪৬ জন রাজধানী ঢাকায় এবং ১৩ হাজার ৩৩৭ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৮ জন এবং ঢাকার বাইরে ৩৮৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৮৮২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৬ জনে।

এতে আরো বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৪০ হাজার ৯৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৩৭ হাজার ১৪৬ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ