যুক্তরাষ্ট্রে ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হাতুড়ি হামলা, আটক ১

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৮ অক্টোবর) হামলাকারী হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোতে পেলোসির বাড়িতে এ আক্রমণ চালায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় পল পেলোসির মাথায় খুলি ভেঙ্গে গেছে। তার ডান হাতে গুরুতর আঘাত লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেন, অস্ত্রোপচারের পর ভালো আছেন পল। হামলাকারী হাতুড়ি হাতে স্পিকার ন্যান্সি পেলোসিকেও খুঁজছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলাকে ঘৃণ্য আখ্যা দিয়েছেন। তিনি একে রাজনৈতিক হিসেবে দেখছেন।

সান ফ্রান্সিসকোর পুলিশপ্রধান বিল স্কট বলেন, হামলাকারী পেলোসির বাড়িতে বেলা আড়াইটার আগে ঢুকে পড়ে। বাড়িতে একা থাকা পল পেলোসির ওপর হাতুড়ি নিয়ে হামলা করে সে।

এ ঘটনায় ডেভিড ডিপেপে নামে ৪২ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটকের সময় সে আত্মহত্যার চেষ্টা করেছিল।

পুলিশ জানায়, পল পেলোসিকে বেঁধে রেখে ন্যান্সি বাড়িতে আসার জন্য অপেক্ষা করতে চেয়েছিল হামলাকারী। তবে এর আগেই পল যেকোনোভাবে ৯১১-এ ডায়াল করে ফোনে পুলিশকে ঘটনাটি জানান।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ