কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হত্যা ও মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪১

আরো পড়ুন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে এপিবিএন ও জেলা পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারের লক্ষে শুক্রবার রাতে ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফরের নেতৃত্বে ১৩, ১৭, ১৮, ১৯ ও ২০ নাম্বার ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযানের সময় যেন কোনো দুষ্কৃতিকারী পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স মোতায়েন করা হয়।

অভিযানে ৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ছয়জন রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যা মামলার আসামি, মাদকসহ আটক করা হয় তিনজনকে। অন্যান্য মামলার আসামি ছিল চারজন। বাকী ২৮ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত। তাদের মোবাইল কোর্টের আওতায় সাজা দেওয়া হয়।

অভিযানে ৮ এপিবিএন ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ ও ১৬ এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশের ফোর্স অংশ নেয়।

রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাস নির্মূলে ক্যাম্প এলাকায় ৮ এপিবিএনের বিশেষ ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ