অনলাইনে জুয়া খেলার জন্য অর্থ সংগ্রহ করতে অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ চান তাফহীমুল আলম নিশান (২২) নামে এক যুবক। তবে তার সাজানো নাটকের উদ্দেশ্য সফল হয়নি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মজমপুর এলাকা থেকে মুক্তিপণের টাকা গ্রহণ করার সময় হাতেনাতে নিশানকে আটক করে যশোর র্যাব -৬ ও কুষ্টিয়া র্যাব-১২ এর যৌথ আভিযানিক দল।
তাফহীমুল আলম নিশান মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের জাঙ্গীর আলমের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান জানান, গত রবিবার (২৩ অক্টোবর) রাতে যশোর শহরের পালবাড়ি এলাকা হতে তাফহীমুল আলম নিশান নামের এক যুবক নিখোঁজ হয়। পরবর্তীতে নিখোঁজ তাফহীমুল আলম নিশানের ব্যবহৃত মোবাইল ফোন হতে তার পিতাকে জানানো হয় যে, তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং তিন লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয়৷ মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলা হবে বলে জানানো হয়।
অপহরণের কথা শোনার পরেই প্রথমে ফোন আসা ব্যক্তির একটি বিকাশ নাম্বারে কিছু টাকাও প্রদান করেন বাবা জাহাঙ্গীর আলম। এরপর টাকা সংগ্রহ না করতে পেরে নিখোঁজের ঘটনায় ভিকটিমের পিতা জাহাঙ্গীর আলম যশোর কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন।
তিনি আরো জানান, নিশানের পিতার করা জিডির কপি দিয়ে নিখোঁজের বাবা জাহাঙ্গীর আলম ছেলেকে উদ্ধার করতে কুষ্টিয়া, র্যাব-১২ এবং র্যাব-৬, যশোরে স্বরণাপন্ন হন। এরপর পরপরই যশোর ও কুষ্টিয়ার র্যাব এর যৌথ আভিযানিক দল তৎপর হয়। এক পর্যায়ে নিখোঁজ যুবকের পিতার নিকট পাঠানো নগদ এজেন্টের ফোন নাম্বারের সূত্র ধরে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে নিখোঁজ তাফহীমুল আলম নিশান মুক্তিপণের টাকা উত্তোলনের সময়ে তাকে হাতেনাতে আটক করে র্যাব এর সদস্যরা ৷
আটক যুবক নিশানকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড়ের উদ্দেশ্যে সে অপহরণের নাটক সাজায় এবং বাবার কাছ থেকে টাকা আদায় করে। উদ্ধারকৃত যুবককে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

