দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৫

আরো পড়ুন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪১৬ জনে দাঁড়াল। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮৫ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধদিপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮২টি ল্যাবরেটরিতে তিন হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ১৮৫ জন। নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৫৩৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ