ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কার কাজের সময় খুঁটি থেকে পড়ে লাইনম্যান নিহত

আরো পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক সঞ্চালন লাইনে সংস্কার কাজের সময় খুঁটি থেকে পড়ে রিপন মিয়া (২৮) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের টিআরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিপন জেলার সরাইল উপজেলার বাসিন্দা। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসাবে কাজ করতেন।

নবীনগর পল্লী বিদ্যুত সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে যায়। দুপুরে রিপন ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্কার কাজ করছিলেন। এ সময় তিনি আকষ্মিকভাবে খুঁটি থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ