উগান্ডায় দৃষ্টিহীনদের এক স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে মুকোনো জেলার সালামা স্কুল ফর দ্য ব্লাইন্ডে আগুন লাগে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে রয়টার্স।
এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুসহ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। উগান্ডায় প্রায়ই স্কুলের ছাত্রাবাসে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সাধারণত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনকেই এসব ঘটনার দায় দেওয়া হলেও কখনো কখনো উদ্দেশ্যমূলকভাবেও আগুন লাগিয়ে দেওয়া হয়, বলছে দেশটির সরকার।
জাগো/আরএইচএম

