সিত্রাং: নড়াইলে গাছের ডাল ভেঙে পড়ে নারীর মৃত্যু

আরো পড়ুন

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে দমকা হাওয়ায় গাছের ভেঙে যাওয়া ডালের আঘাত পেয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে পল্লি সঞ্চয় ব্যাংকের কাছে সোমবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

৩২ বছর বয়সী ওই নারীর নাম মর্জিনা বেগম। তিনি লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফফারের বাড়িতে ভাড়া থাকতেন; গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করতেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন।

ওসি নাসির উদ্দীন জানান, অন্যান্য দিনের মতোই মর্জিনা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। পল্লি সঞ্চয় ব্যাংকের কাছে পৌঁছালে একটি মেহগনিগাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ