ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল খোলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেলের কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেল সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানানো হয়েছে। সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নিম্নোক্ত হটলাইন নম্বরগুলো সার্বক্ষণিক খোলা থাকবেঃ ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০, ০২-৫৮১৫৩০২২, ফ্যাক্স: ০২-৯১০২৪৬৯।
এদিকে সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাং আরো উত্তর-পূর্বদিকে এগিয়ে আসছে। সোমবার সন্ধ্যা নাগাদ এটি দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। এটি দেশের ১৩টি জেলায় মারাত্মকভাবে এবং দুটি জেলায় হালকাভাবে আঘাত হানতে পারে। উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে ৭ হাজার ৩০টির মতো শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

