একদিনে করোনাভাইরাসে দুইজনের মৃত্যু, শনাক্ত ২০৭

আরো পড়ুন

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২০৭ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিলো ১৩৯ জন। ২০৭ জনের মধ্যে রাজধানীতেই ১৪৪ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৪ হাজার ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিলো ৪ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯০ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, দেশে ৮৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৬৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ২ জন পুরুষ মারা গেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৭৪ জন এবং নারী ১০ হাজার ৬৪১ জন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে শূন্য রোগী শনাক্ত হয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ