বিএনপির জনসমাবেশ নিয়ে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় খুলনায় বিএনপির সমাবেশের বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির জনসমাবেশ নিয়ে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই। তারা রাজনৈতিক দল হিসেবে সভা করতেই পারে।
খুলনায় সমাবেশে বাধা দেয়া হয়েছে- বিএনপির এমন অভিযোগ ‘চরম মিথ্যাচার’ বলে আখ্যা দেন ক্ষমতাসীন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগ কোথাও বাধা দেয়নি। সরকারও রাজনৈতিক কার্যক্রমে কোনো বাধা দেয়নি, দিচ্ছে না।
বিএনপি নেতাকর্মীরা খুলনা রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছে দাবি করে নাছিম বলেন, পুলিশ সরকারি সম্পত্তি রক্ষা করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা পূর্বের মতো ধ্বংসাত্মক রাজনীতির পথে হাঁটছে।
বাহাউদ্দিন নাছিম বলেন, তারা জনগণ ও সরকারের সম্পত্তির ওপর হামলা করলে আমরা তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণকে সাথে নিয়ে আমরা ধ্বংসাত্মক রাজনীতি প্রতিহত করবো।

