ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

আরো পড়ুন

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিয়েছে প্রতিবেশি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (২১ অক্টোবর) দূতাবাস ওই বার্তায় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে অতিসত্ত্বর যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাশিয়ার চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেন পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে। ইরান তার নাগরিকদের অনতিবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছে।

এর আগে ভারতও তার নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়। আরো কয়েকটি দেশ আগে থেকেই তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ না করার এবং ইউক্রেনে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়ে আসছে।

চলতি বছরের শুরুর দিকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রাক্কালে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল। সে সময় অনেক বাংলাদেশি ইউক্রেন ছেড়ে অন্য দেশে পাড়ি জমান।

উল্লেখ্য, ইউক্রেনে বাংলাদেশের আবাসিক মিশন নেই। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে বাংলাদেশের স্বার্থ দেখভাল করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ