যশোর মণিহার থেকে ৩কিলোমিটার হামিদপুর বাজার সংলগ্ন শিশুর ভুবন আধুনিক বিদ্যালয়। দীর্ঘ সাত বছর গবেষণা করে শিশুদের জন্য এক নতুন শিখন পদ্ধতি উদ্ভাবন করেছেন গবেষক ইবাদ আলী। এই বিদ্যালয়ে শিশুদের শারিরিক, আত্মিক, মানসিক ও নৈতিক শিক্ষা দান মূল উদ্দেশ্য। এখানে ৭ বছরের শিশুরা বছরে প্রায় ১৮ টি প্রাক্টিক্যাল ক্লাস করে। প্রায় সব পড়াই হাতে কলমে করানো হয়। আছে বাস্তুবভিত্তিক শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং উপকরনের মাধ্যমে শিক্ষা। এছাড়ারও রয়েছে শিশুদের জন্য নিরিবিলি মনোরম পরিবেশ। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ। ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য স্পেশাল ক্লাস।

