কেশবপুরে যক্ষ্মায় চিকিৎসাধীন ২৬২, ৯ মাসে মৃত্যু ১১ জনের

আরো পড়ুন

যশোরের কেশবপুর উপজেলায় যক্ষ্মা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। গত নয় মাসে এ রোগে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৬২ জন রোগী নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিশ্চিত করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রয়ক শাখা থেকে জানা গেছে, কেশবপুর উপজেলায় করোনা রোগীর তুলনায় যক্ষ্মা রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চলতি বছর ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৪৭ জন। এর মধ্যে জানুয়ারী মাসে ৪২ জন, ফেব্রুয়ারী মাসে ৩৬, মার্চ মাসে ৩৬, এপ্রিল মাসে ১২, মে মাসে ১৫, জুন মাসে ৩৩, জুলাই মাসে ৪৫, আগষ্ট মাসে ৬৭ ও সেপ্টেম্বর মাসে ৬১ জন রোগী সরকারিভাবে নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রক নাজমুল করিম সাংবাদিকদের জানান, যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতা বৃদ্ধি করা দরকার। যেহেতু এটা ছোয়াচে রোগ হাছি, কাঁশিতে ছড়ায় । বর্তমানে সরকারিভাবে ২৬২ জন রোগীকেচিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাদেরকে নিয়মিত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, যক্ষ্মা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। নিয়মিত চিকিৎসা নিয়ে রোগী ভালো হয়ে যাবে। এ রোগের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতার বিকল্প নেই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ