ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯৬

আরো পড়ুন

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুজ্বরে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৯৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭৪ জনে। চলতি বছরে ২৮ হাজার ৬৯৮ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২০ হাজার ৬০০ জন রাজধানী ঢাকায় এবং ৮ হাজার ৯৮ জন রোগী ঢাকার বাইরে। চলতি মাসের ২০ দিনে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১২ হাজার ৬০৬ জন এবং মারা গেছেন ৫৫ জন। সেপ্টেম্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

বৃহস্পতিবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৯৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩৭ জন এবং ঢাকার বাইরে ৩৫৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৮৯৬ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭৪ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ১৫৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫ জন।

এতে আরো বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ২৮ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ২৫ হাজার ৪১৪ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১০ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ