যশোর চেম্বার অব কমার্স নির্বাচন ২০২৩ সালের ৭ জানুয়ারি

আরো পড়ুন

যশোর চেম্বার এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে আজ বুধবার। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৩ সালের ৭ জানুয়ারি কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। মোট ১৮টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন বোর্ড কমিটির আহবায়ক ও সিনিয়র সহকারী কমিশনার কেএম আবু নওশাদ স্বাক্ষরিত তফসিল অনুযায়ী আগামী ৮ নভেম্বর সদস্যদের চাঁদা পরিশোধের শেষ তারিখ। ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করতে হবে ৪ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষে দিন হলো আগামী ১৮ ডিসেম্বর।

প্রসঙ্গত, দীর্ঘ ৮ বছল ধরে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন হয়নি। ২০১১ সালের ১৬ এপ্রিল চেম্বারটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হন। ২০১২ সালের ৩ মার্চ মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব বুঝে পান। ২০১৪ সালের ২৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ওই বছরের ১২ জুলাই ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচন ভেস্তে যায়। নির্বাচন আয়োজন করতে আট মাস দেরি হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নির্বাচন স্থগিত হয়ে যায়। ২০১৪ সালের ১ ডিসেম্বর যশোর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছে প্রশাসক।

কুইন্স হসপিটাল প্রাঃ লিঃ যশোর এর ব্যবস্থাপনা পরিচালক এএসএম হুমায়ূন কবির কবু বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী এই সংগঠন অত্র অঞ্চলের আলোকবর্তিকা হউক, সেটি প্রত্যাশা করি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ