ঔষধের বোতলের মুটকি গলায় আটকে তিন বছরের শিশুর মৃত্যু

আরো পড়ুন

যশোর প্রতিনিধি ||
যশোরের বাঘারপাড়ায় ঔষধের বোতলের মুটকি গলায় আটকে সিয়াম নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।

শিশু সিয়াম একই গ্রামের শাহাজাহান মোল্ল্যার ছোট ছেলে।

শিশুর বাবা শাহাজাহান মোল্ল্যা জানান, সিয়াম ঘরের ভিতর একা-একা খেলা করছিলো। শিশু সিয়ামের মা কাপড় ধোয়ার কাজে সিয়ামকে ঘরে একা রেখে বাড়ির পাশে পুকুর ঘাটে যায়। এমন সময় সিয়াম ঘরের ভিতরে খেলার ছলে কোন এক সময় একটি ওষুধের বোতলের মুটকি গিলে ফেলে। শিশু সিয়ামের মা বাড়িতে ফিরে বিষয় টি বুঝতে পেরে চিৎকার করে প্রতিবেশীদের ডাক দেয়।

বাড়ির লোকেরা এবং প্রতিবেশীরা সিয়ামকে নিয়ে হাসপাতালের উদ্দ্যেশ্যে রওনা হয়। হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সিয়ামের মৃত্যু হয়।

জোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটির গলায় মুটকি আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকালে বাচ্চাটির দাফন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিনকে একাধিকবার মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ