ময়মনসিংহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আরো পড়ুন

ময়মনসিংহের ফুলপুরে স্বামীর দায়ের কোপে ৪ মাসের অন্তঃসত্ত্বা রোজিনা খাতুন (৩০) নামে ৩ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত রোজিনা ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামের মৃত তহিদ মিয়া ও রোকেয়া দম্পত্তির মেয়ে। তাকে একই উপজেলার গড় পয়ারী গ্রামের ইদরিস আলীর ছেলে রিকশাচালক আনারুল ইসলামের নিকট ১০ বছর আগে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। যে কোনো তুচ্ছ ঘটনায় প্রায়ই সে রোজিনাকে মারধর করতো। বুধবার রাতে তাদের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আনারুল তার স্ত্রী রোজিনাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় উঠানে নিয়ে ফেলে রাখে।

এ বিষয়ে জানতে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোজিনার মা বিধবা রোকেয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, রোজিনার বড় মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী মীম আমাকে মোবাইলে সবকিছু জানানোর পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে যাওয়ার পর আমার দিকেও তেড়ে আসে আনারুল। পরে কম কথা বলে কোনমতে রোজিনাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

পরে সংবাদ পেয়ে ফুলপুর থানার এসআই বকুল সাহা ও এসআই আব্দুল খালেক পুলিশের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ও জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আনারুল ও তার মাকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে এসআই বকুল সাহা জানান, রোজিনার মাথায়, পেটে, হাতে ও গালে কোপের দাগ পাওয়া গেছে। তাই বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আনারুল ও তার মাকে থানায় আনা হয়েছে।

এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ