জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো পড়ুন

একের পর এক অপমৃত্যুর খবর মিলছে ভারতের বিনোদনজগৎ থেকে। কলকাতার অভিনেত্রী পল্লবী দেসহ বেশ কয়েকজনের অপমৃত্যুর খবর এসেছে। এবার এলো আরেকজনের অপমৃত্যুর খবর। রবিবার সকালে অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শশুরাল সিমর কা’র মতো জনপ্রিয় হিন্দি টিভি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে টিভি পর্দায় অভিষেক ঘটে বৈশালীর। পরে ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’ ও ‘বিষ ও অমৃত’ এর মতো বেশ কয়েকটি শোতে দেখা গেছে তাকে।

গত বছরের এপ্রিলে অভিনন্দন সিং নামের একজন চিকিৎসকের সঙ্গে বাগদানের খবর দিয়েছিলেন বৈশালী। পরে তিনি জানান, বিয়ে করতে চান না। মাঝে এক বছর ধরে ইন্দোরে থাকছিলেন বৈশালী। তাকে শেষবারের মতো ‘রক্ষা বন্ধন’ ধারাবাহিকে দেখা গেছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিভি ইন্ডাস্ট্রিতে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ