দিনাজপুরে চুরির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

আরো পড়ুন

দিনাজপুর সদর উপজেলায় চুরির টাকার ভাগকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বাঙ্গীবেচা ব্রিজের নিচে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবক রাজু (২৪) চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তবে তিনি মাঝাডাঙ্গায় নানানানির বাড়িতে থাকতেন। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

আহতরা হলেন সদরডাঙ্গার ৩৫ বছর বয়সী সেলিম ও মাঝাডাঙ্গার পূর্বপাড়ার সহোদর ২৫ বছর বয়সী শাহীদ ও ২২ বছর বয়সী শাকিল।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল থেকে রাজুর সঙ্গে ওই এলাকার কয়েকজনের চুরির টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল। সন্ধ্যার পর রাজুর কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে বাঙ্গীবেচা ব্রিজের নিচে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অপর পক্ষের যুবকরা রাজু ও তার বন্ধুদের ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় তারা রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

‘সংঘর্ষে রাজু ছাড়াও দুই পক্ষের আরো ৩ জন আহত হন। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সংঘর্ষে আহত অন্য ৩ যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

ওসি আরো বলেন, ‘নিহত রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ