কর্ণফুলী নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরো ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো।
শনিবার সকালে কর্ণফুলী নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
উদ্ধারকৃত মরদেহ দুটির তবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, এফভি মাগফেরাত ট্রলারের আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
কর্ণফুলী নদীর ইছানগরের সি রিসোর্স ঘাট এলাকায় ‘এফভি মাগফেরাত’ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন সাতজন। এদের মধ্যে বুধবার থেকে বৃহস্পতিবার সাড়ে তিনটা পর্যন্ত কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু ও ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিলো।
জাগো/আরএইচএম

